কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়িঘরে হামলা; বসতঘর ভেঙে লুটপাট করে সন্ত্রাসীরা, আহত ৩

প্রকাশিত: ৩:০৫ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২৫

সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি-ঘরে হামলা ভাঙচুর ও লুট-পাটের ঘটনা ঘটেছে । গত ২৪ মার্চ সকালে করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের ঢালার পাড় এলাকায় মো. মোজাম্মেল মিয়ার বাড়িতে একই এলাকার মৃত রহিম মিয়ার ছেলে জসিম মিয়া (৪৫) এর নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল দেশিয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। এলাকাবাসী জানায় জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন জসিমের নেতৃত্বে সংঘবদ্ধ দলটি মো. মোজাম্মেল এর বসত ঘরে প্রবেশ করে যাবতীয় আসবাবপত্র ভেঙে ফেলে ও তার বিধবা মাকে রড দিয়ে সারা শরীরে আঘাত করে এবং দুই ভাইকে মারাত্মক আঘাত করে। একই সময় জসিমের নেতৃত্বে আসা সংঘবদ্ধ দলটি বসত ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, টিনের বেড়া ও ঘরের চালসহ সব কিছু খুলে লুট-পাট করে নিয়ে যায়।

এ ঘটনায় মোজাম্মেলের মা ও তার দুই ভাই করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বাড়ি ঘরে হামলায় নেতৃত্বদানকারী জসিমের সাথে মোবাইলে যোগাযোগ করলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমাদের ঘর আমরা নিয়ে এসেছি।

এ ঘটনায় করিমগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী মোজাম্মেল।

মাথা গোজার একমাত্র বসত ঘরটি ভেঙে নিয়ে যাওয়ার অসহায় পরিবারটি চিকিৎসা শেষে কোথায় আশ্রয় নিবেন সে দুশ্চিন্তায় ভুক্তভোগী পরিবার।