কিশোরগঞ্জে পর্দা নামলো বগাদিয়া ব্লাড ডোনার ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫

সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের বগাদিয়ায় অনুষ্ঠিত হলো বগাদিয়া ব্লাড ডোনার ক্লাব মিনি ফুটবল টূর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ। বিকালে শাহী মসজিদ রোডস্থ মাঠে অনুষ্ঠিত হয় এ ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হয় হাবিব ফাউন্ডেশন ও বগাদিয়া একাদশ। প্রথমার্ধে কোন দল গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে বগাদিয়া একাদশ ১-০ গোলে এগিয়ে যায় তারপরই হাবিব ফাউন্ডেশন গোল করে ১-১ সমতায় ফিরে আসে। নির্দিষ্ট সময়ের মধ্যে সমতা থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে বগাদিয়া একাদশ ২-১ গোলে জয়ী হয়।

পরে বিজয়ীদের হাতে প্রধান অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া তুলে দেন চ্যাম্পিয়ান পুরস্কার ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন । এর আগে খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিন।

 

খেলায় বিশেষ অতিখি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তর টিভির জেলা প্রতিনিধি সালেক হোসেন রনি, আতাহারুর রহমান রাহীব। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন মো. মিজানুর রহমান। এছাড়াও অন্যান্যদের মাঝে  উপস্থিত ছিলেন যুব সংগঠক ও উদ্যোক্তা ফরহাদ আহামেদ, মো. আশরাফুল হক সোহেল, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান হাবিব ।