টাঙ্গাইলে আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিশ্চিতে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

মৃণাল কান্তি রায় , টাঙ্গাইল

টাঙ্গাইলে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতে যানজট নিরসন বিষয়ক জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ)  সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। এ সময় জেলা প্রশাসক বলেন ঈদ যাত্রা নিশ্চিত করতে সকল দপ্তরের সমন্বয়ে একটি কন্ট্রোল রুমের মাধ্যমে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে এবং কোন ধরনের অপপ্রতিকর ঘটনা ছাড়াই মানুষজন ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেই বিষয়ে সোজা থাকতে হবে।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার টাঙ্গাইলের উপপরিচালক মো: শিহাব রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান,বাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতে যানজট নিরসনকল্পে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়।