টাঙ্গাইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫ মৃণাল কান্তি রায় , টাঙ্গাইল। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলায় মানোন্নয়ন” স্লোগানে রবিবার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ পালিত হয় । জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ হতে ক্রীড়া দিবস উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি বের হয় এবং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক মো: শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও খেলোয়াড়বৃন্দ। SHARES জাতীয় বিষয়: