টাঙ্গাইলে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫ মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: মঙ্গলবার ২৮ জানুয়ারি সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে টাঙ্গাইল স্টেডিয়ামে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন কবির, জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন প্রমূখ । পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়, বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ, সৃষ্টি একাডেমিক স্কুল , বিন্দু বাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এই ৪ টি স্কুলের অংশগ্রহণে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের ফাইনাল খেলা আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় বনাম সৃষ্টি একাডেমিক স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। SHARES খেলাধুলা বিষয়: