টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫ মৃণাল কান্তি রায় , টাঙ্গাইল। টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয় । জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) শামছুন নাহার স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম, মোঃ আল-আমিন কবির, ফারজানা আক্তার , রাকিবুল ইসলাম, ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান, মোঃ সজিবুল ইসলাম শুভ, পংকজ শর্মা, মো: রাকিব হাসান, . মোছা. ফারহানা আরেফিন জুঁই প্রমূখ। পরে শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হয়। SHARES সারা বাংলা বিষয়: