টাঙ্গাইলে রমজান মাসে দুধ, ডিম ও মাংস স্বল্প মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫ মৃণাল কান্তি রায়,টাঙ্গাইল টাঙ্গাইলে পবিত্র রমজান মাসে দুধ, ডিম ও মাংস সুলভ মূল্যে বিক্রয় কার্যক্রম উদ্বোধন হয়েছে । আমিষেই শক্তি আমিষেই মুক্তি এই স্লোগানে শনিবার দুপুরে জনসেব্য চত্বরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে বিক্রয় কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার । উদ্বোধন কালে উপদেষ্টা বলেন সপ্তাহে পাঁচ দিন শহরের বিভিন্ন স্থানে স্বল্প মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় করা হবে এবং সাধারণ মানুষের চাহিদা মত ক্রয় করতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো: আব্দুল্যাহ আল মামুন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন কবির, ভেটেরিনারি সার্জন মোঃ শাহীন আলম, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমূখ। SHARES অর্থ-বানিজ্য বিষয়: