টাঙ্গাইলে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস অনুষ্ঠিত দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫ মৃণাল কান্তি রায় , টাঙ্গাইল। স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি” স্লোগানে টাঙ্গাইলে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের আয়োজন দিবসটি পালন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন কবির, টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক নিলুফার আকতার, আর ভি ত্তি সংস্থার সাধারণ সম্পাদক সিফাত আরেফিন, , টাঙ্গাইল সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি রুহুল আমিন সিরাজী, মোঃ আব্দুল্লাহ আল নোমানসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও অভিভাবকবৃন্দ। SHARES প্রচ্ছদ বিষয়: