টাঙ্গাইলে ৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

মৃণাল কান্তি রায়,টাঙ্গাইল।

টাঙ্গাইলে ৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
আয়োজনে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার
বাস্তবায়নে উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ বনাম সিলেট জেলার খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আব্দুল্যাহ আল মামুন । সারা দেশে একযোগে ১৬ টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। টাঙ্গাইলে টায়ার-১ এর ময়মনসিংহ, সিলেট, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার খেলা আগামী ২২ মার্চ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন কবির,
জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন,
জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও টাঙ্গাইল জেলা দল বনাম রংপুর জেলা দলের খেলা চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে চলছে।