নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪ শারফুদ্দীন সোহেল, বিশেষ প্রতিবেদক: আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। আজ রাজধানীসহ দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলটি। আজ রবিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে জিয়াউর রহমানের কবরে আরও শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ যুবদলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। তারপর দুপুর ১ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন কর্মসূচির উদ্বোধন করেন। দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিথ ছিলেন। রাজধানীতে দলটি কেন্দ্রীয় ও মহানগর কমিটির বিভিন্ন নেতৃবৃন্দর নেতৃত্বে বিভিন্ন জাগায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এছাড়াও সারাদেশে যুবদলের মহানগর, জেলা ও উপজলা কমিটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আনন্দ র্যালি এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। উল্লেখ্য, যুবদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আবুল কাশেম, যিনি পরবর্তীতে সংগঠনটির সভাপতি এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। এরপর বিভিন্ন সময়ে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের নেতৃত্ব দেন। বর্তমানে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। SHARES জরুরী সেবা বিষয়: