নারী ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫ ডেস্ক নিউজ: কিশোরগঞ্জের মারিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য গুলনাহারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে একই ইউনিয়নের চান মিয়ার ছেলে হাবিবুর। ভুক্তভোগী হাবিবুর অভিযোগ করে বলেন, গত ২৬ জানুয়ারি সল্প মারিয়া এলাকায় ক্রয়কৃত ৬ শতাংশ জায়গায় বাউন্ডারী ওয়াল করার সময় স্থানীয় নারী ইউপি সদস্য গুলনাহার কাজে বাধা দিয়ে চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গুলনাহারের পেটুয়া বাহিনী দ্বারা দোকানের কর্মচারী মো. সৌরভ মিয়া ওরফে শুক্কুরের উপর হামলা চালায় ও বাউন্ডারী ওয়াল ভাংচুর করে যা এখন পর্যন্ত দৃশ্যমান রয়েছে। তিনি আরো বলেন, ২৭ ফেব্রুয়ারি রাতে ইউপি সদস্য গুলনাহারের ছেলে নাজমুল হোসেন জয় তার পেটুয়া বাহিনী নিয়ে আমার কর্মচারী শুক্কুরের উপর হামলা চালায়, এঘটনায় থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে নারী ইউপি সদস্য গুলনাহার বলেন, সৌরভের কাছে সাড়ে তিন লাখ টাকা পাই এটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চড়থাপ্পড় দেই। SHARES অপরাধ বিষয়: