বিশিষ্ট আইনজীবি জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা দায়েরে প্রতিবাদ সিপিবির।

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বিশিষ্ট আইনজীবি জেড আই খান পান্নার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের একটি ন্যাক্কারজনক নজিরবিহীন ঘটনা তীব্র নিন্দা-প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স’র যৌথ এক বিবৃতিতে সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও বীর মুুক্তিযোদ্ধা জনাব জেড আই খান পান্নার নামে হত্যাচেষ্টার মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

আজ ২০ অক্টোবর ২০২৪ বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ বলেন, জনাব পান্না একজন বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মী এবং প্রগতিশীল, গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষ। আমরা লক্ষ্য করেছি অতীতেও তিনি সকল প্রকার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সোচ্চার ছিলেন। এমনকি জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও ছাত্র সমন্বয়কদেরকে ডিবি কার্যালয়ে তুলে নেয়ার প্রতিবাদে আদালত প্রাঙ্গনে তিনি সক্রিয় ছিলেন। আন্দোলনকারীদেরকে অবৈধভাবে আটক এবং ছাত্র-জনতার ওপর পুলিশ-বিজিবি’র গুলিবর্ষণ বন্ধের জন্য হাইকোর্টে রীট মামলা দায়েরে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

কিন্ত আমরা গভীর উদ্বেগের সাথে দেখলাম তার নামে মিথ্যা হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এ ধরণের কর্মকান্ড অন্তবর্তী সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে।

দলটির বিবৃতিতে আরো বলা হয় গণঅভ্যুত্থানের চেতনা ছিল সকলের স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত করা। কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে অনেকে মনে করছেন যে, বর্তমান সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করার কারণেই এই বর্ষীয়ান আইনজীবীর বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

সিপিবি’র বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে এডভোকেট জেড আই খান পান্নার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এ ধরণের ঘটনা ঘটতে থাকলে জুলাই-আগস্ট হত্যকাণ্ডের জন্য যারা প্রকৃত দায়ী তারা আড়ালে থেকে যেতে পারে।নেতৃবৃন্দ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান।