সেমিফাইনালে ৭ গোলে জয়ি বাংলাদেশ

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪

স্পোর্টস রিপোর্টার:

প্রতিপক্ষ ভুটানকে রীতিমতো গোলের বন্যায় ভাসিয়ে সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

আজ রবিবার (২৭ অক্টোবর) দুপুরে নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে অপ্রতিরোধ্য বাংলাদেশ দল ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে।

বাংলাদেশ সময় পৌনে ২টায় বাংলাদেশ-ভুটানের ম্যাচটি শুরু হয়। ফাইনালে ওঠার এই লড়াইয়ে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের খেলা নিয়ে অনেকটা অনিশ্চয়তা ছিল। গতকাল জ্বরে ভোগায় তিনি দলীয় অনুশীলনে ছিলেন না। তবে সেই শঙ্কা ছাপিয়ে তিনি খেলেছেন ভুটানের বিপক্ষে।

প্রতিপক্ষ ভুটান হওয়ায় জয়ের ব্যাপারে একটু বেশি আশাবাদী হয়ে মাঠে নামে বাংলাদেশ। আশা অনুযায়ী মেয়েরা সেরাটাই দিয়েছেন আজ কাঠমান্ডুর সাফ নারী ফুটবলের সেমিফাইনালে।

সাফ নারী ফুটবলের প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে প্রথমার্ধেই জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন লালসবুজের বাঘিনীরা।

তহুরা খাতুন ও অধিনায়ক সাবিনার জোড়া গোলে এই অর্ধে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল ৫-১ গোলে। দ্বিতীয়ার্ধে গোল আসে দুটি। তহুরা হ্যাটট্রিক পূর্ণ করেছেন এই অর্ধে। ম্যাচসেরা তহুরার তিনটি গোলই বাঁ পায়ের শটে। প্রথম দুটি বক্সের বাইরে থেকে। দ্বিতীয়ার্ধে অন্য গোলটি এনে দেন ডিফেন্ডার শিউলি আজিম। সেমিফাইনালের মতো বড় ম্যাচে বাংলাদেশের জয় ৭-১ গোলের বিশাল ব্যবধানে।

সেমিফাইনালে বাংলাদেশ একাদশ : রুপনা চাকমা, মাসুরা পারভিন, শিউলি আজিম, আফিদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও সাগরিকা।