হে বীর! : শারফুদ্দীন সোহেল

প্রকাশিত: ৫:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

কবি: শারফুদ্দীন সোহেল

ইম্পের নগ্ন নজর পড়েছে আজ,
মাররে লাথি-তুলরে আওয়াজ।

হে বীর, ভূলুণ্ঠিত শির
কর উচ্চ মুহিত।

বেষ্টিত পাপাচারে হায়ানার গর্জন,
আজই সময়, এখনই সময় কররে বর্জন।

হে বীর, ভূলুণ্ঠিত শির
কর উচ্চ মুহিত।

ভেঙে করো চুরমার হয়নাকো নত,
সাম্যের কলতানে হও গো ব্রত।

হে বীর, ভূলুণ্ঠিত শির
কর উচ্চ মুহিত।

হও আগুয়ান বিজয়ের বেশে,
উগ্র-হায়ানার ছিন্নভিন্ন লাশে।

হে বীর, ভূলুণ্ঠিত শির
কর উচ্চ মুহিত।